ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
একটি মামলা করেছিলেন ওয়াসিম আকরাম। কিন্তু বাদী হিসেবে শুনানির জন্য বেশ কয়েকবার আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হল তার বিরুদ্ধে। মঙ্গলবার করাচির একটি স্থানীয় আদালত এমন নির্দেশ দিয়েছেন।
আকরামের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে হবে তাকে।
গত বছরের আগস্টে মেজর (অব.) আমিরুর রেহমান ও অন্যদের আসামি করে বাহাদুরাবাদ পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন আকরাম। কিন্তু মামলার শুনানির দিন তাকে দেখা যায়নি। ৩১ বার শুনানিতে অনুপস্থিত ছিলেন তিনি। এরপরই আদালত এমন নির্দেশনা দিলেন। গত বছর ৬ আগস্টের ঘটনা। ওইদিন তরুণ বোলারদের ট্রেনিং সেশনে যোগ দেয়ার জন্য করাচি জাতীয় স্টেডিয়ামে যাচ্ছিলেন আকরাম। করাচির কারসাজ রোডে তার মার্সিডিজ গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। আকরাম গাড়িটি পেছনে সরিয়ে ঝামেলা এড়ানোর চেষ্টা করেন। কিন্তু অন্য গাড়িটির পেছনের আসনে বসা রেহমান বন্দুক হাতে বেরিয়ে আসেন এবং আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। রেহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন আকরাম। রেহমান জামিন নিয়ে গ্রেফতার এড়ান এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য সাবেক অধিনায়কের কাছে ক্ষমা চান। ওয়েবসাইট।
মন্তব্য চালু নেই