ওবামা কন্যার ফ্যাশন
১৭ বছরের মালিয়া। খুবই ফ্যাশনেবল। এ জন্য বিশ্বের অন্য কোনো সেলিব্রেটি বা তারকার পথ অনুসরণ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা। বরং ফ্যাশন আইডল হিসেবে ওবামা কন্যা বেছে নিয়েছেন মা মিশেল ওমাবাকে।
বাবা-মার সঙ্গে রাষ্ট্রীয় সফর, কোনো অনুষ্ঠান বা বাইরে বেড়াতে গেলে মায়ের ফ্যাশনই ফলো করেন মালিয়া। পোশাক থেকে শুরু করে জুতা, ব্রেসলেট অথবা পার্সের রঙ বাছাইয়ে মাকেই আইডল মনে করেন মালিয়া ওবামা।
দেখা গেছে, মিশেল যদি কাল রঙের পোশাক পরেন তবে মালিয়াও তাই পরিধান করেন। তবে রঙ এক হলেও ডিজাইনে বৈচিত্র্য ও ভিন্নতা থাকে মালিয়ার পোশাকে। যাই হোক, মিশেলের ফ্যাশনে যে মালিয়া মুগ্ধ তা দেখেই বুঝা যায়।
মার্কিন ফার্স্ট লেডি ও তার মেয়ে মালিয়ার ফ্যাশনেবল কিছু ছবি :
উইনটার হোয়াইট পোশাকে দর্শকদের মধ্যে এক অনুষ্ঠানে মায়ের পাশে মালিয়া
মিশেল সাদা টপ পরেছেন। ডিজাইন ভিন্ন হলেও একই পোশাকে মালিয়া।
কোর্ট পরিহিত মা ও মেয়ে।
বাইরে বেড়াতে যাওয়ার আগে ব্লু কটন পোশাকে মিশেল ও মেয়ে মালিয়া।
রঙিন পোশাকে আনন্দঘন মুহূর্তে মায়ের সঙ্গে মালিয়া।
মন্তব্য চালু নেই