ওবামা এবার ফেসবুকে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এবার ফেসবুকে। রাজনৈতিক ব্যক্তিত্ব না, এবার সাধারণের কাছে সাধারণভাবে ধরা দিতেই ওবামার নতুন পেজ “পাবলিক ফিগার ওবামা”।

পেজটি সোমবার চালু হওয়ার পর থেকেই তিন ঘণ্টায় তিন লাখ লাইক! পোস্ট করা হয়েছে একটি ভিডিও। হোয়াইট হাউসের পেছনের বাগানে হেঁটে বেড়াচ্ছেন ওবামা। হাঁটতে হাঁটতে বলছেন, পৃথিবীকে সুন্দর করে তোলার কথা। ভবিষ্যতের খাতিরে পরিবেশ সুরক্ষিত রাখার আবেদন জানাচ্ছেন বিশ্ববাসীর কাছে।

আর মার্কিনীদের প্রতি ওবামার আবেদন আমেরিকার সমস্যা নিয়ে সরাসরি কথা বলুন এই ফেসবুক পেজে। তিনি নিজে সরাসরি উত্তর দেবেন।

এর আগে ফেসবুকে ওবামার যে পেজটি ছিল, সেটি শুধু রাজনৈতিক প্রচারের ‍ব্যবহার করা হতো।



মন্তব্য চালু নেই