ওবামার সফরের আগে ফের ভারত-পাক সীমান্তে গুলির লড়াই
ফের গুলি চলল জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এদেশে আসার আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাক সীমান্ত।
সূত্রের খবর, জম্মুর সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে প্রথমে বেশ কিছু সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের। এরপরেই কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত ১০টা ৫৫ নাগাদ বেশকিছু সন্দেহজনক গতিবিধি নজরে আসে বিএসএফের। এরপরই ৪-৫ রাউন্ড গুলি চালান জওয়ানরা। কয়েক সেকেন্ডের মধ্যে সীমান্তের ওপারে ধান্ধার পোস্ট থেকে পাল্টা গুলি চালাতে শুরু করে পাক-সেনা। বেশ কিছুক্ষণ দু-পক্ষের গুলি বিনিময় চলে।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
মন্তব্য চালু নেই