ওবামার সঙ্গে রসিকতা!

বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে যেন খানিকটা রসিকতায় মেতে উঠলেন মার্কিন যুবক মাইক জোন্স।

এনডিটিভি জানায়, ঘটনাটি সোমবার শিকাগো শহরের। ওবামা আগাম ভোট দিচ্ছিলেন। তার পাশেই ছিলেন এক তরুণী। নাম আইয়া কুপার। তিনিও ভোট দিচ্ছেলেন। ওবামার পরেই ছিলেন তিনি।

ওবামা যখন ভোট দেন তখন আইয়া কুপার ছিলেন তার খুব কাছাকাছি। আর এই সুযোগটিই কাজে লাগান মাইক। বুদ্ধিদীপ্ত এক রসিকতা করে বসেন প্রেসিডেন্টের সঙ্গে।

ওবামাকে লক্ষ্য করে তিনি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার প্রেমিকাকে ছুঁয়ো না।’

জোনসের এমন প্রশ্নে হেসে ওঠেন প্রেসিডেন্ট। পরিস্থিতি সামলে নিয়ে আইয়ারের কাছে ওবামা জানতে চান- তার প্রেমিক কে? আইয়া জবাব দেন, ‘মাইক।’

তখন ওবামা বলেন, জীবনে একবারাই তাকে এমন অবস্থায় পড়তে হয়েছিল। কোনো কারণ ছাড়াই এক ভাই তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল।

এই ঘটনায় খানিকটা ভরকে যান আইয়া কুপার। হাজার হলেও তো ওবামা দেশের প্রেসিডেন্ট! তিনি প্রেসিডেন্টের কাছে বার বার দুঃখও প্রকাশ করতে থাকেন, ‘স্যরি……… স্যরি’।

ওবামা অবশ্য বিষয়টিকে খুবই হালকাভাবে নেন। তিনি আইয়িাকে বলেন. ‘আমার মনে হয় না মাইক অতোটা বোকা।’

আইয়া বলেন, ‘মাইকের ওই মন্তব্যে আমি খুব লজ্জা পেয়েছিলাম। সে যাই হোক, বিষয়টি প্রেসিডেন্ট খুব হালকাভাবে নেয়ায় তা সুন্দরভাবে শেষ হয়েছে।’

তবে ওবামাও কিন্তু কম যান না। যাওয়ার সময় হালকা চুমু একে দেন আইয়ার গালে। খানিকটা হেসেই আইয়ার উদ্দেশে বলেন, ‘আরে, ওকে (মাইক) কিছু একটা বলার সুযোগ দাও না।’

তরুণীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টদের আকর্ষণ প্রায়শই লক্ষ্য করা যায়। মনিকা লিউনেস্কিকে নিয়ে ওবামার পূর্বসূরি প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে তো কম কথা শুনতে হয়নি।



মন্তব্য চালু নেই