ওবামার মাইক্রোফোন ফেলে দেওয়ার সেই দৃশ্য

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কৌতুকপূর্ণ বক্তব্য এরইমধ্যে বিশ্বজুড়ে আলোচিত ঘটনা।

সম্প্রতি হোয়াইট হাউসের সংবাদদাতাদের সম্মানে দেওয়া ভোজসভায় ওবামা বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরস করেন। নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, ওবামার সহকর্মী ও নিজের বিষয়ে কৌতুক করেন তিনি।

Obama1437744230

এর আগে এ বিষয়ে ওবামা বললেন- ‘বিদায় ওবামা’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এবার ভিডিওতে শুনে নিন ওবামার সেই কৌতুকপূর্ণ বক্তব্য। একই সঙ্গে দেখে নিন শেষ মুহূর্তে হঠাৎ ‘বিদায় ওবামা’ বলে কীভাবে মাইক্রোফোন ফেলে মঞ্চ ছাড়েন তিনি।

ভিডিও:



মন্তব্য চালু নেই