ওবামার দুষ্টুমি দেখুন ভিডিওতে

তিনি সম্ভবত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তার একটি নির্দেশে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়াও বিচিত্র নয়। তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের এই শীর্ষ ব্যক্তিটি কিন্তু যখন একাকী থাকেন তখন সাধারণ মানুষের মতোই নিজের সঙ্গে নিজে দুষ্টুমিতে মজে যান।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এমনই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। নকল নয় এটি সত্যি সত্যি ওবামার দুষ্টুমিভরা ভিডিও। এটি তৈরি করেছে বাজফিড। মূলত মার্কিন সরকারের স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথকেয়ার ডটগভের প্রচারণার সহায়তার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে।
আশেপাশে কেউ না থাকলে লোকজন না থাকলে কী করে-শিরোনামের ভিডিওতে দেখা যায়, ওবামা আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটছেন, চোখে সানগ্লাস এটে জেমস বন্ডের মতো ভঙ্গি করছেন, পোজ দিয়ে সেলফি তুলছেন, কখনও আবার তার প্রিয়তমা স্ত্রী মিশেলের ছবি আঁকছেন। এছাড়া বাস্কেটবলের শট প্রাকটিস করতেও দেখা গেছে ভিডিওতে। কথা না বাড়িয়ে ভিডিওতেই দেখে নিন ওবামার কীর্তি!
ভিডিও লিঙ্ক
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ubVOuev2TRA
































মন্তব্য চালু নেই