ওবামার জন্য সম্মান না অসম্মান?

যুক্তরাষ্ট্রের গবেষকরা একটি নতুন পরজীবীর সন্ধান পেয়েছেন, যেটি মালয়েশিয়ার কচ্ছপের দেহে পাওয়া গেছে৷ চ্যাপ্টা এই কৃমিটির নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে৷ এর নাম ‘বারাকট্রেমা ওবামাই’৷

‘প্যারাসাইটোলজি’ জার্নালে সায়েন্টিফিক ট্যাক্সোনমিতে নতুন প্রজাতির এই পরজীবী অন্তর্ভুক্ত হয়েছে ‘বারাকট্রেমা ওবামাই’ হিসেবে৷ এটি একেবারে নতুন ধরনের একটি পরজীবী প্রজাতি৷ গত ২১ বছরের মধ্যে এই প্রথম কচ্ছপের দেহে এ ধরনের পরজীবীর সংক্রমণ হলো৷ সেপ্টেম্বরের ৪ তারিখে প্যারাসাইটোলজি জার্নালে এই প্রতিবেদন প্রকাশ হয়৷ ডিডব্লিউর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

জার্নালটির সহলেখক থমাস আর প্লাট এই নাম বেছে নেন৷ তিনিই এই প্রজাতিটি আবিষ্কার করেছেন৷ ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজ থেকে সম্প্রতি তিনি অবসর নিয়েছেন৷ থমাস বলেন, কচ্ছপের দেহে প্রবেশ করতে পরজীবীকে অনেক বাধা পার হতে হয়েছে এবং কচ্ছপের ইমিউন সিস্টেমে বড় ধরনের আঘাত হেনেছে এটি৷ এরপর ঘাঁটি গেড়ে বসেছে এবং বংশবৃদ্ধি শুরু করেছে৷ তিনি জানান, পরিবারের যেসব মানুষকে পছন্দ করেন, তাদের নামেই বেশিরভাগ আবিষ্কারের নামকরণ করেছেন তিনি৷

থমাস আশা করছেন, প্রেসিডেন্ট ওবামা এটিকে অপমান নয়, সম্মান হিসেবেই বিবেচনা করবেন৷ প্লাট ৩২টি নতুন প্রজাতির পরজীবী আবিষ্কার করেছেন৷

অতীতে তিনি এগুলোর নাম রেখেছেন তার শ্বশুর, ডক্টরেট উপদেষ্টা ও অন্যান্য পছন্দের মানুষের নামে, যাদের তিনি বিশেষ সম্মানের চোখে দেখেন৷ প্লাট জানান, বারাকট্রেমা ওবামাই কচ্ছপদের শরীরে থাকে৷ এটি মানবদেহে কঠিন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে৷ তবে এটি কচ্ছপদের কোনো ক্ষতি করে না৷ প্রেসিডেন্ট ওবামার নামে মাকড়সা, মাছ, এমনকি বিলুপ্ত ডাইনোসরের নামও রয়েছে৷



মন্তব্য চালু নেই