ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউজে ট্রাম্প

হোয়াইট হাউজে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষমতা নিয়ে যেকোনো ধরনের আলোচনায় ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন বারাক ওবামা। খবর বিবিসি, সিএনএন।

ট্রাম্পকে বহনকারী বিমান ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অবতরণ করে।

সিএনএনের খবরে বলা হয়, হোয়াইট হাউজের স্পিকার পল রায়ান ও সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককর্লেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রয়েছেন। তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, হিলারি ক্লিনটনকে পরাজিত করে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।



মন্তব্য চালু নেই