এয়ার ইন্ডিয়ার খাবারে তেলাপোকা

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার শিকাগোগামী ফ্লাইটের পরিবেশিত খাবারে তেলাপোকার সন্ধান মিলেছে। বুধবার এক যাত্রী খাবার খাওয়ার সময় তাতে তেলাপোকা পেলে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপরই ঘটনা তদন্তে নির্দেশ দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

অবশ্য যাত্রীর তোলা সেই ছবিটি ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোনো রাষ্ট্রীয় বিমান সংস্থার এমন সেবার দৃশ্যটি ভাইরালও হয়ে যায় মুহূর্তে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি হায়দ্রাবাদ থেকে দিল্লি হয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো যাচ্ছিল। পথে বিমানের সরবরাহ করা খাবারে ওই যাত্রী তেলাপোকা দেখলে সেই ছবি তুলে তিনি টুইটারে পোস্ট করেন। পাশাপাশি কর্তৃপক্ষকেও অবহিত করেন।

খাবারে তেলাপোকা পাওয়ায় যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার সিনিয়র ম্যানেজার ধনঞ্জয় কুমার জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। খাবারে তেলাপোকা পাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইটারে বিবৃতিও দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, যিনি বা যারাই দোষী প্রমাণিত হবেন, কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে।



মন্তব্য চালু নেই