এমপিকে স্কুলছাত্রী সরবরাহ, অত:পর…

ভারতের বিহারে স্থানীয় এমপির আনুকুল্যপেতে তার সঙ্গে রাত কাটাতে এক স্কুল ছাত্রীকে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এক মহিলা ঐ এমপিকে দীর্ঘ দিন ধরেই তরুণী সরবরাহ করতো বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ ঐ মহিলা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। এমপিকে হন্যেহয়ে খুঁজছে পুলিশ। মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

বৃহস্পতিবার স্থানীয় নালন্দা পুলিশ অভিযুক্ত সুলেখা দেবী ও তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে। এমপিকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশ প্রশাসনের ওপর ক্ষিপ্ত রাজ্য সরকার।

নালন্দা এসপি কুমার আশীষ বলেন, হিলসা থানার অন্তর্গত খাড্ডি গ্রাম থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত এমএলএ রাজবল্লভ ইয়াদেবকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। সুলেখার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

ফেব্রুয়ারির ১৫ তারিখ বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেছিলেন, এমএলএ ইয়াদেব পালিয়ে কতদিন বাঁচবে? আরজিডি ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে এবং স্থানীয় আদালত তার আগাম জামিন আবেদন নামঞ্জুর করেছে।

-খবর টাইমস অব ইন্ডিয়ার



মন্তব্য চালু নেই