এভারেস্টে বরফ ধসে ১২ শেরপা নিহত

হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের ঢালে বরফ ধসে ১২ শেরপা প্রাণ হারিয়েছেন। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনগো শেরিং শেরপা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিবিসি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এভারেস্টের চূড়ায় ‘পপকর্ন ফিল্ড’ নামক এলাকায় অবস্থিত শিবিরের ওপর বরফ ধসটি আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১২ জন মারা যান। ইতিমধ্যে আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র মধুসূদন বুরলাকোতি জানিয়েছেন, চার জন এখনো নিখোঁজ। আহত হয়েছে মোট ছয় জন।
পর্যটন মন্ত্রণালয়ের পর্বতারোহী বিভাগের মুখপাত্র তিলক রাম পান্ডে জানান, প্রায় জনের একটি দল ২০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় এই দুর্ঘটনার শিকার হয়েছে। এ দলের বেশিরভাগই শেরপা। হিমবাহ ধসটি ঘটেছে খুম্বু আইস ফলের ঠিক উপরে।
এর আগে হিমালয়ে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটৈ ১৯৯৬ সালের মে মাসে। তখন তুষার ঝড়ে আট জন পর্বতারোহী নিখোঁজ হন।
এদিকে, নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মধুসূদন বুরলাকোতি দুর্ঘটনা সম্পর্কে বিবিসিকে বলেছেন, নিহতদের লাশ উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের জন্য উদ্ধারকারীরা বরফ খুঁড়তে শুরু করেছে।


মন্তব্য চালু নেই