এভাবেই আটকে গিয়েছিল ওবামার গাড়ীটি! (ভিডিও)

এভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার গাড়ী আয়ারল্যান্ডের ইউএস এ্যাম্বেসী থেকে বের হবার সময় আটকে গিয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, ওবামা বের হবার সময় তার নিরাপত্তার জন্য নিয়োজিত প্রথম গাড়ীটি ভালোভাবেই এ্যাম্বেসীর গেট থেকে বের হয়ে গেলেও ওবামার বিশাল গাড়িটি অর্ধেক পথে এসে গেটের উঁচু(বাম্পে) অংশে এসে আটকে যায়।

ওবামা এই গাড়ীটি গ্রেনেড কিংবা গুলি প্রোটেক্টেড হলে বাম্প প্রোটেক্টেড না। এ ঘটনার পর ওবামা ও যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি নিরাপত্তার কারনে এ্যাম্বেসীর ভিন্ন পথ থেকে হেলিকপ্টারে করে স্হান ত্যাগ করেন।

https://youtu.be/f6afMI3EJL4
































মন্তব্য চালু নেই