সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা
ক্রিকেটার আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে এবার নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন তাঁর কথিত স্ত্রী নাসরিন সুলতানা।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এস এম রেজানুর রহমান আদালতে নাসরিন হাজির হয়ে মামলাটি করেন।
বিচারক বাদীর জবানবন্দি শুনে অভিযোগ তদন্তে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, সানির বিরুদ্ধে এ তরুণী এখন পর্যন্ত তিনটি মামলা করলেন। প্রথমটি তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে, পরেরটি যৌতুক নিরোধ আইনে ও সর্বশেষ আজ নারী নির্যাতনের অভিযোগে।
গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
মন্তব্য চালু নেই