‘সর্বোচ্চ আদালতের মামলার রায় বাংলায় দেয়া হবে’

সর্বোচ্চ আদালতের মামলার রায় বাংলা ভাষায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।তিনি বলেন, আইনের ধারাসমূহ ইংরেজিতে লিখিত হওয়ায় এবং বাংলা ভাষায় লেখা আইনের বই না থাকায়, সর্বোচ্চ আদালতে বাংলা ভাষায় রায় দেওয়ার ক্ষেত্রে বড় বাধা রয়ে গেছে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান প্রধান বিচারপতি।

এসময় তিনি আরো বলেন, ত্রুটিপূর্ণ তদন্ত ও সাক্ষ্যের কারণে খুনের আসামীরা পার হয়ে যাচ্ছে। তাই ত্রুটিপূর্ণ তদন্ত ও প্রসিকিউশন ত্রুটিপূর্নভাবে পরিচালনা করা আইনের শাসন প্রতিষ্ঠার মূল অন্তরায়।

উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায় এবং আইনের ধারাসমূহ বাংলা ভাষায় লেখার দাবি অনেক পুরনো। বাঙালির অমর একুশে ফেব্রুয়ারির চেতনা ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে সেই দাবি পূরণ অধরাই রয়ে গেছে। প্রধান বিচারপতি যে উদ্যোগের কথা বলেছেন ভাষা শহীদের মাস ফেব্রুয়ারির প্রথম দিনে, তা বাস্তবায়ন হলে সেটি হবে যুগান্তকারি এক ঘটনা।



মন্তব্য চালু নেই