এবার রেলের শিডিউল বিপর্যয় হবে না: রেলমন্ত্রী

এবারের ঈদুল ফিতরে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘শুধু একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে ছেড়ে যেতে পারেনি।’

এবার ঈদে কোনো শিডিউল বিপর্যয় হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন রেলমন্ত্রী।

সোমবার বিকেলে ঈদের আগে স্পেশাল সার্ভিস চালুর প্রথম দিন কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান মুজিবুল হক। এ সময় তার সঙ্গে কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, আগামী ২০ থেকে ২৬ জুলাই ঈদের ফিরতি ট্রেন স্পেশাল সার্ভিস চলবে। তিনি বলেন, ‘আজ থেকে স্পেশাল সার্ভিস চালু হয়েছে। প্রথম দিনেই কমলাপুর থেকে ২৯টি ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে গেছে। এর মধ্যে ২৮টি যথাসময়ে ছেড়ে গেছে। কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে ছেড়ে যেতে পারেনি।’

পরে মন্ত্রী রেলস্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন দিক ঘুরে দেখেন।



মন্তব্য চালু নেই