তামিমকে ধাক্কা দিয়ে বিপাকে রুশো

১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে বসে টাইগাররা। তামিম ইকবালকে বোল্ড করেন প্রথম ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়া কাগিসো রাবাদা। তামিম মাথা নিচু করে ফিরছিলেন। এমন সময় তাকে কাঁধ দিয়ে ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো। বিষয়টি নিয়ে তামিম আম্পায়ারের কাছে অভিযোগ করেন। আম্পায়ার পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন।

তামিমকে ধাক্কা দেওয়ার এই বিষয়টি আইসিসিও অন্যায়ের দৃষ্টিতে দেখেছে। তারা দোষী সাব্যস্ত করেছে রুশোকে। তার বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে।

আইসিসি’র আচরণবিধির ২.২.৭ এর ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে যদি কোনো ক্রিকেটার অসঙ্গত ও ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা মাঠে অন্য কারও সঙ্গে যদি শারীরিক সংঘর্ষ হয় তাহলে তা আইসিসির নিয়মভঙ্গের কারণ।

এ ছাড়া হাঁটাচলা ও দৌড়ানোর সময় যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃতভাবে অন্য ক্রিকেটারের কাঁধের সঙ্গে ধাক্কা লাগায় তাহলেও তা আইসিসির সীমালঙ্ঘন হবে।

আর এই দোষেই হয়তো দোষী হতে যাচ্ছেন রাইলি রুশো। এখন দেখার বিষয় শুক্রবার তার বিষয়ে কী সিদ্ধান্ত আসে।



মন্তব্য চালু নেই