এবার রেলপথে চলবে বাস

সাধারণত সড়ক পথে বাস চলাচল করে আর রেলপথে ট্রেন। তবে এবার বাসও চলবে রেলপথে। ভাবছেন, এটা কিভাবে সম্ভব। আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে যুক্তরাজ্য।

সম্প্রতি ইউকে একটি রেলপথ চালু করেছে যেটি শুধুমাত্র বাসের জন্য। রেলপথটি কেমব্রিজ, হাটিংটন এবং এসটি ইবেস জুড়ে তৈরি করা হয়েছে। এ বাস রেলপথটি চালুর উদ্দেশ্য হলো ট্রাফিক ব্যবস্থা সহজ করা ও রাস্তায় গাড়ির জন্য আরো বেশি জায়গার ব্যবস্থা করা।

বলা হচ্ছে, এ বাসগুলো প্রায় ৫৬ মাইল পৌঁছাতে পারে এবং এটা পাবলিক পরিবহন দক্ষতা বাড়িয়েছে। আর এর নিরাপত্তার জন্য অতিরিক্ত এক জোড়া চাকা লাগানো হয়েছে যা বাসটিকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

এটি ২০১১ সালের আগস্টে তৈরি করা হয়েছে। এটিই বিশ্বের প্রথম নির্দেশিত বাসরাস্তা। কিন্তু এর আগে ১৯৮৪ সালে আরেকটি নির্দেশিত বাসরাস্তা নির্মিত হযেছিল যা পরবর্তীতে আর ব্যবহৃত হয়নি।



মন্তব্য চালু নেই