এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান
থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার পাদাং বেসার শহরে এই গণকবরের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০০ রোহিঙ্গা অভিবাসীকে সেখানে কবর দেওয়া হয়েছে। খবর দ্য স্টার মালয়েশিয়ার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার বুকিত আমান থেকে আসা পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এই কবরগুলোর অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানায়, এই ব্যাপারে বিস্তারিত জানাতে আগামীকাল মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) খালিদ আবু বকর সংবাদ সম্মেলন করবেন।
সূত্র আরো জানায়, এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। পুলিশ অভিযানের মাঝপথে আছে।
পাদাং বেসার জেলা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, গণকবরের সন্ধান পাওয়া জায়গাটি সংরক্ষিত এলাকা এবং সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ।
তিনি আরো বলেন, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং এলাকাটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। ওই এলাকার এক বাসিন্দা বলেছেন, পাদাং বেসারে একটি গণকবর পাওয়ার সম্ভাবনা ছিল।
এর আগে চলতি বছরের ২ মে থাইল্যান্ডের সাদাও জেলার সংখলা অঞ্চল থেকে ২৫টি লাশ উদ্ধার করা হয়েছিল। যারা বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা অভিবাসী ছিল।
মন্তব্য চালু নেই