এবার বাবার কথায় তিন বছরের শিশু ছাদ থেকে লাফ দিল! (ভিডিওসহ)
নিজের বাচ্চাকে সবার চেয়ে আলাদা ও সেরা হিসাবে দেখতে চান প্রতিটি বাবা-মাই। তাই বলে তিন বছর শিশুকে দুঃসাহসী লাফ দিতে উৎসাহীত করা? আবার অনেক মা বাবাই সবসময়ই মনে করেন আমার বাচ্চা কি এমন আলাদা করবে যা দেখে সকলে চমকে যাবে। এভাবে সকলকে তাজ্জব করতে গিয়ে অভিভাবকেরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেন যা তাদের শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে।
এক্ষেত্রে নিজের বাচ্চার সুরক্ষার কথা মাথায় রাখতে ভুলে যান তারা। ঠিক এমন কিছুই করেছেন এক অভিভাবক। নিজে মাটিতে দাঁড়িতে ১০-১২ ফুট উপরে একতলার ছাদে দাঁড়ানো নিজের বাচ্চাকে হাত নেড়ে মাটিতে লাফ দিতে উৎসাহ দিচ্ছেন তিনি। বাবার কথা শুনে একরত্তি শিশুটিও কোনও কিছু না ভেবে সোজা দুঃসাহসী লাফ দিচ্ছে একেবারে নিচে। তারপরে কি হচ্ছে তা দেখে নিন নিচের ভিডিওতে।
মন্তব্য চালু নেই