এবার চীনে জিকা ভাইরাস

প্রথমবারের মতো চীনে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ওই ব্যক্তি দক্ষিণ আমেরিকা ভ্রমণ শেষে দেশে ফিরেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

চলতি বছরের শুরুতে ব্রাজিলে এডিস মশাবাহিত জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর এটি ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের ২৩টি দেশে ছড়িয়ে পড়ে। জিকায় আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা না থাকলেও এটি অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিপদের কারণ বলে সতর্ক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জিকা আক্রান্ত মায়ের শিশুরা তুলনামুলকভাবে ছোট মস্তিস্ক নিয়ে জন্ম নেয়। যদি এর স্বপক্ষে এখনো জোরালো প্রমাণ পাননি বিজ্ঞানীরা। তবে এরপরও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে নারীদের ২০১৮ সাল পর্যন্ত সন্তান না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, চীনের পশ্চিমের প্রদেশ জিয়াংজির গানসিয়ান জেলার ৩৪ বছরের ওই বাসিন্দা গত ৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দেহে লালা র‌্যাশ ছিল। রক্ত পরীক্ষার মাধ্যমে তার দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।



মন্তব্য চালু নেই