এবার চলন্ত গাড়িতে এক মহিলার সন্তান প্রসব
পৃথীবিতে অবাক করা কত ঘটনাই না ঘটে, এবারও তার ব্যাতয় ঘটেনি । এবারও সবাইকে অবাক করে দিয়ে আরও একটি ঘটনার জন্মদিলেন এক মার্কিন মহিলা । চলন্ত গাড়ির সামনের আসনে বসেই সন্তানের জন্ম দিলেন এই মার্কিন মহিলা৷ হাসপাতাল পৌঁছনোর আগেই গাড়িতে সন্তান প্রসব করলেন তিনি৷ শিশুটির ওজন সাড়ে চার কেজি বলে জানা গিয়েছে৷ আর গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করেন তাঁর স্বামী৷
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে চালকের আসনের পাশেই বসে রয়েছে ওই মহিলা৷ সম্ভবত গাড়ির চালকের আসনে ছিলেন তাঁর স্বামী৷ মাঝ পথেই প্রসব যন্ত্রণা অনুভব করেন তিনি৷ এর পর চলন্ত গাড়িতে নিজেই শিশুটির জন্ম দেন ওই মহিলা৷ সেই সময় শোনা যায় তাঁর স্বামীর কণ্ঠ৷ শিশুটিকে উলটে ধরতে বলেন তিনি৷ শিশুটি কেঁদে উঠলে তাঁকে শান্ত করেন ওই মহিলা৷ প্রসঙ্গত, এই দম্পতির আরও দু’টি সন্তান রয়েছে। এটি হচ্ছে তাঁদের তৃতীয় সন্তান।
মন্তব্য চালু নেই