এবারের বইমেলায় রেকর্ড পরিমাণ বিক্রি

অমর একুশে গ্রন্থমেলায় এবার মোট ৪২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এতে বিগত দিনের সকল রেকর্ড অতিক্রম করেছে। গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ অায় করেছেন প্রকাশকরা। সোমবার বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

৪২ কোটি টাকার মধ্যে বাংলা একাডেমি বিক্রি করেছে ১ কোটি ৫০ লাখ টাকা। অন্য সবগুলো প্রকাশনা সংস্থার বিক্রি ৪০ কোটি ৫০ লাখ টাকার বই।

গতবছর অর্থাৎ, ২০১৫ সালের মেলায় বিক্রি হয় ২১ কোটি ৯৫ লাখ টাকা। গতবছরের তুলনায় এবছর বেশি বিক্রি হয়েছে ২০ কোটি ৫ লাখ টাকার বই। এর আগের বছর অর্থাৎ, ২০১৪ সালের মেলায় প্রায় ১৬ কোটি টাকার বই বিক্রি হয়।এবারের মেলায় ৩ হাজার ৪শ ৪৪টি বই বিক্রি হয়েছে।



মন্তব্য চালু নেই