এটিএম জালিয়াতির হোতা পিটারের গাড়ি জব্দ

এটিএম জালিয়াতির হোতা থমাস পিটারের গুলশানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত প্রিমিও মডেলের একটি প্রাইভেট কার জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে তিন চাকা বিশিষ্ট একটি অত্যাধুনিক মোটরবাইক, মোবাইল ফোন, ল্যাপটপ, বড় আকারের একটি ব্রিফকেসসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই অভিযান চালানো হয় বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে।

অভিযানের নেতৃত্বে থাকা ডিবি’র একজন কর্মকর্তা জানান, জব্দকৃত মালামাল মিন্টো রোডস্থ ডিবি কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত ব্রিফকেসের ভিতরে একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। তাতে লেখা রয়েছে- ‘রিপ্রেজেনটেটিভ অব দ্য মিনিস্ট্রি অব এডুকেশন অব দ্য রাশিয়ান ফেডারেশন’। ওই কার্ডে ইউরোপ ও এশিয়া উল্লেখ করে দুটি নম্বর দেয়া আছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, তার গাড়িতে একটি অত্যাধুনিক পিস্তল রয়েছে জানতে পেরে এই অভিযান পরিচালনা করা হয়।



মন্তব্য চালু নেই