এক লক্ষ মুরগি দান করবেন বিল গেটস্
বিলিওনেয়ার সমাজসেবী বিল গেটস্ বলছেন, দরিদ্র মানুষের সাহায্যে তিনি এক লক্ষ মুরগি দান করতে চান।
তিনি মনে করছেন, মুরগি প্রতিপালন করে দরিদ্র পরিবারগুলোর ভাগ্য পরিবর্তন ঘটাতে পারবে, এবং পরিবারে নারীদের অবস্থান আরো দৃঢ় হবে।
মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতাদের একজন গেটস্ বলছেন, বিনিয়োগ হিসেবে মুরগি খুবই ভাল কারণ তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে।
তিনি পশ্চিম আফ্রিকার দেশগুলিতে দরিদ্র পরিবারে মুরগি প্রতিপালনের হার ৫% থেকে ৩০%-এ বাড়াতে চাইছেন।
বিল গেটসের গবেষণা বলছে, বছরের গোড়াতে একটি পরিবার ১০টি মুরগি দিয়ে বিনিয়োগ শুরু করে বছরের শেষে প্রায় ১০০০ ডলার পরিমান অর্থ আয় করতে পারে।-বিবিসি
মন্তব্য চালু নেই