এক মাস রোজার পর ঈদের দিন থেকেই নগ্ননৃত্য আর যাত্রাপালা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ঈদ আনন্দ মেলায় পুতুল নাচের নামে চলছে নগ্ননৃত্য। আর একশ টাকার বিনিময়ে নগ্ননৃত্য দেখে তরুণ-যুবক এমনকি শিশুরাও হচ্ছে বিপথগামী।

জানা গেছে, এক মাস রোজার পর সদর উপজেলার মহারাজপুরে ঈদের দিন থেকে শুরু হয়েছে আনন্দ মেলার নামে এই নৃত্য। এর আয়োজনে রয়েছে জেলার ক্ষমতাধর ব্যক্তিরা। তাই কোনো কিছুর তোয়াক্কা না করেই মেলায় অবাধে জুয়া ও নগ্ননৃত্য চলছে।

মেলা ঘুরে দেখা গেছে, পুরো মেলাজুড়ে প্রায় আড়াই শতাধিক স্থানে বসেছে জুয়ার আসর। সেখানে ভিড় জমাচ্ছে তরুণ, যুবক থেকে শুরু করে শিশুরাও। পাশাপাশি মেলায় পুতুল নাচের প্যান্ডেলে প্রদর্শিত হচ্ছে নারীদের নগ্ননৃত্য।



মন্তব্য চালু নেই