এক মাসে ইলেকট্রিক বিল বকেয়া ৫৫ কোটি !

মাত্র একটি মাস, আর তাতেই ৫৫ কোটি টাকা বিদ্যুৎ বিল হাতে পেয়ে হতভম্ব ও অসুস্থ হয়ে পড়েছেন ভারতের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা। বিয়ে বাড়ি গিয়েছিলেন সপরিবারে। সম্প্রতি সেখান থেকে রাঁচিতে নিজের বাড়িতে ফিরেছেন কৃষ্ণ প্রসাদ। বাড়িতে ফিরে দেখেন চলে এসেছে ইলেকট্রিক বিল।

কিন্তু, তার অঙ্কে আপাতত মাথায় হাত গোটা পরিবারের। এক, দুই নয় একেবারে ৫৫ কোটির ইলেকট্রিক বিল! এও সম্ভব! নাওয়া-খাওয়া ভোলার জোগাড় হয়েছে পরিবারের।

কৃষ্ণ প্রসাদ জানিয়েছেন তাঁর বাড়িতে বৃদ্ধ মা রয়েছে। এই খবরে তাঁর হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণবাবু। পরিবারের সদস্য রয়েছেন পাঁচজন। রাঁচির কাদরু এলাকায় তাঁদের বাড়ি। দুটি শোবার ঘর রয়েছে। বাড়িতে নেই এসিও। এছাড়া গরমকালে এলাকা জুড়ে পাওয়ার কাট তো লেগেই আছে।

ঝাড়খণ্ড ইলেকট্রিসিটি বিভাগ স্বীকার করে নিয়েছে, কর্মীদের ভুলেই এই ঘটনা। ইতিমধ্যে দফতরের দু’জনকে সাসপেন্ডও করা হয়েছে।



মন্তব্য চালু নেই