এক বিছানায় শোন না ট্রাম্প-মেলানিয়া!

মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়েকে নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা কিন্তু হামেশাই ঘুরে ফিরে বেড়ায় আকাশে-বাতাসে। সম্প্রতি এমনই এক বিষয় শোনা যাচ্ছে যে, ট্রাম্প (৭০) এবং মেলানিয়ার (৪৬) মধ্যে নাকি তৈরি হয়েছে দূরত্ব। হোয়াইট হাউসে মেলানিয়ার না থাকাকে নিশানা করে অনেকেই বলছেন, ফার্স্ট লেডি নাকি এড়িয়ে যাচ্ছেন নিজের স্বামীকে।

শোনা যাচ্ছে, প্রাক্তন ফ্যাশন মডেল মেলানিয়া ওয়াশিংটন ডি.সি থেকে ২০০ মাইল দূরে বাস করছেন, কারণ হিসেবে শোনা যাচ্ছে এর পেছনে নাকি রয়েছে ছোট ছেলে ব্যারনের স্কুলে পড়াশোনা শেষ করার বিষয়টি। এ তো গেল অন্যস্থানে থাকার বিষয়। কিন্তু তারা এক শহরে থাকলেও নাকি তারা এক কক্ষে রাত কাটান না। তবে ঠিক কি কারণে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, আদৌ এমন কিছু ঘটছে কি না, তা শুধুমাত্র তারাই জানেন!

– কলকাতা ২৪



মন্তব্য চালু নেই