এক ছবিতেই জীবনের এপার-ওপার

ভূমিকম্পের পর কাঠমুন্ডুর একটি পাহাড়ের উপর নির্মিত তিনতলা একটি বিল্ডিংয়ের ধ্বংসস্তুপ থেকে প্রায় ১৮ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। কিন্তু তার শরীরের উপরই আটকে পড়া অন্যজন ততক্ষণে মারা গেছেন। জীবিতজন জানিয়েছেন তারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন।

ছবিটি তুলেছেন এএফপির ফটোগ্রাফার প্রকাশ মাথেমা। ভূমিকম্পের পরপরই বাড়িটিকে ঘিরে ফেলা হয়। কিন্তু কর্তৃপক্ষকে অনুরোধ করে তিনি ভেতরে ঢোকেন।

জীবিত ভাগ্যবানের নাম সুরাজ শ্রেষ্ঠ। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তার একটি পা ভেঙ্গে গেছে।

এই ফটোগ্রাফার বলেছেন, নেপালে এখনো এমন অসংখ্য জায়গা আছে, যেখানে ভূমিকম্পের পর এতটা সময় পার হয়ে গেলেও কতজন আটকা পড়ে আছে তা কেই জানে না।



মন্তব্য চালু নেই