এক ইঞ্চি রাস্তা কারও দখলে রাখতে দিব না : সাঈদ খোকন
ফুটপাত দখলমুক্ত রাখার জন্য হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, এক ইঞ্চি রাস্তা কারও দখলে রাখতে দিব না।
গুলিস্তান নগর ভবনের সিড়িতে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিকেলে উপস্থিত নগরবাসীর সামনে তিনি এই কথা বলেন। মেয়র বলেন, এই শহরের মানুষের স্বার্থের জন্য আপনারা তাৎক্ষণিক আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন, আমি কৃতজ্ঞ। নানা ধরনের সংকট আসবে। আমরা তা অতিক্রম করব।
শত বাধাকে অতিক্রম করে এই শহরকে বাসযোগ্য করে তুলব- যোগ করেন সাঈদ খোকন।
এর আগে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ার থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কে অবস্থান নেওয়া হকারদের উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ অভিযান শেষে মেয়র সাঈদ খোকন নগর ভবনের সিঁড়িতে পৌঁছেই উপস্থিত জনতার উদ্দেশ্যে উচ্ছেদ নিয়ে কথা বলেন।
মন্তব্য চালু নেই