একেবারেই আসল চুল!
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিতর্কের শেষ নেই। এর সবগুলিতে অবশ্য তিনিই ইন্ধন জোগান।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল এই সর্ব পন্ডিত সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীর মাথায় যে চুল রয়েছে তা নাকি আসল নয়। তিনি নাকি পরচুলা পরে ঘুরেন।
বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনার একটি অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন তার চুল একেবারেই আসল। তিনি কোন পরচুলা পরেন না। আর বিষয়টি পরীক্ষার জন্য ১৪শ দর্শকের মধ্যে এক নারীকে মঞ্চে আহ্বান করেন তিনি।
মার্গারেট ব্যানিস্টার নামের ওই নারী মঞ্চে উঠে বেশ ভালোভাবেই ট্রাম্পের চুল পরীক্ষার পর জানান, ট্রাম্প কোন পরচুলা পরেননি।
এসময় পুরো অনুষ্ঠানে হাস্যরসের সৃষ্টি হয়।
মার্গারেট ব্যানিস্টার বলেন, ‘আমার কাছে এটা আসলই মনে হয়। এটা কোন পরচুলা নয়।’
ট্রাম্পও পুরো বিষয়টিকে কৌতুক হিসেবেই নিয়েছেন।
মন্তব্য চালু নেই