একলাশপুর ইউপি’র এক কোটি টাকা’র বাজেট ঘোষণা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের জন্য এক কোটি সাত লাখ এক হাজার ৬৪১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শক্তিশালী, কার্যকর জনসম্পৃক্ত ও সুশাসিত আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে আয় ও ব্যয় সমপরিমাণে ধরে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। শনিবার দুপুর ১টায় একলাশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও গান্ধী আশ্রম ট্রাস্টের সহযোগিতায় পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ।
সাংবাদিক গোলাম মহিউদ্দিন নসু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, ইউনিয়ন আওয়মাীলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ প্রমুখ।
মন্তব্য চালু নেই