হাতিয়ায় যুবলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় ৮৭ জনকে আসামী করে মামলা

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিন সহ দুইজন গুলিবিদ্ধের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ আশরাফ উদ্দিনের ভাই এডভোকেট সাইফ উদ্দিন বাদী হয়ে আদালতে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়েরের পর সোমবার সকালে হাতিয়া থানায় রেকর্ড করা হয়েছে। মামলায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র গ্রুপের প্রধান রবীন্দ্র চন্দ্রকে প্রধান আসামী করে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ মামলা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার হাতিয়ার আদালতে একটি হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ যুবলীগ নেতা আশরাফের ভাই এডভোকেট সাইফ উদ্দিন। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর তা থানায় রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে আফাজিয়া বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আশরাফ উদ্দিন সহ দুই জন গুলিবিদ্ধ হয়। এতে উভয়গ্রুপের অন্তত ১০ কর্মী আহত হয়।



মন্তব্য চালু নেই