একটুর জন্য জীবন বাঁচলো সাঈদ আনোয়ারের, মারা গেলেন জামশেদ
মৃত্যু কূপ থেকে ফিরে এলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আনোয়ারের। বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বিধ্বস্ত হয় পিটিআই-৬৬১ বিমান। অ্যাবোটাবাদের পাহাড়ী অঞ্চলে বিধ্বস্ত হওয়া ওই বিমানের সব যাত্রী মারা গেছেন।
নিহত ৪২জন যাত্রীর মধ্যে পাকিস্তানের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী জুনাইদ জামশেদ ও তার পরিবার ছিল। জুনাইদ এক সময় সঙ্গীত ছেড়ে দিয়ে ইসলাম ধর্মের দাওয়াত তাবলীগ শুরু করেন। পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার সাঈদ আনোয়ারও ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তাবলীগ শুরু করেন। দুই জগতের এই দুই তারকা একই সঙ্গে তাবলীগ করতেন।
জুনাইদ জামশেদের সঙ্গে সেদিন চিত্রলে ছিলেন সাঈদ আনোয়ারও। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারনাইন্সের ওই ফ্লাইটে থাকার কথা ছিল সাঈদ আনোয়ারের। তবে কোনো কারণবশত তিনি ওই ফ্লাইট মিস করেন। এতে জীবন বেঁচে যান তার।
সাঈদ আনোয়ার পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার। ১৯৯০ থেকে ২০০৩ পর্যন্ত দেশের হয়ে তিনি ৫৫ টেস্টে ১১ সেঞ্চুরি ও ২৫ ফিফটিতে করেন ৪০৫২ রান। আর ২৪৭ ওয়ানডেতে ২০ সেঞ্চুরি ও ৪৩ ফিফটিতে করেন ৮৮২৪ রান।
মন্তব্য চালু নেই