একটি বিশেষ দিনে কর আদায়ের প্রস্তাব অর্থমন্ত্রীর

সারা দেশে কর নেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর দেওয়ার জন্য একটি ‘ফিক্সড ডে’ ঠিক করতে পারে, যেদিন সারা দেশের মানুষ এক সঙ্গে কর দেবে।

বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাবে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

ঘোষিত রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় সম্ভব বলে আবারো আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এবারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এনবিআরের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা আদায় অবশ্যই সম্ভব।

মন্ত্রী বলেন, ‘আমাদের সক্ষমতা বেড়েছে। এখন আমরা আগ্রহ নিয়েই কর প্রদান করছি।’

মন্ত্রী বলেন, ‘আমার জীবনে প্রথম আয়কর দেওয়ার অভিজ্ঞতা হয়েছিল ১৯৫৫ সাল। তখনকার থেকে এখন আয়কর দেওয়ার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, প্রতিটি সক্ষম ব্যক্তির আয়কর দেওয়া তার সামাজিক ও জাতীয় কর্তব্য। দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের আর্থসামাজিক মঙ্গলের জন্য সকলকে আয়কর দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।



মন্তব্য চালু নেই