একটি কূটনৈতিক সেলফি
সেলফি আর সেলফি। সবখানেই সেলফি। যদিও সেলফি জিনিসটার উদয় হয়েছিল এমন পরিস্থিতির জন্য, যেখানে নিজের ছবিটা ফ্রেমবন্দী করার মতো আশপাশে আর কেউ নেই। সেলফ থেকে সেলফি।
কিন্তু অবস্থা এখন এমন হয়েছে— যেখানে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা সুবিধা রয়েছে, রয়েছেন ডাকসাইটে পেশাদারী আলোকচিত্রী, সেখানেও সেলফি তোলার হিড়িক পড়ে যাচ্ছে।
শুক্রবার যেমনটা দেখা গেল চীনে। সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেলফি তুললেন চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াংয়ের সঙ্গে। সেই সেলফি সানন্দে টুইটও করেছেন ভারতশাসক।
নরেন্দ্র মোদি ওই টুইটে লিখেছেন, ‘এখন সময় সেলফি তোলার! ধন্যবাদ প্রিমিয়ার লি।’
সেলফিটি দেখলে মনে হবে, এটি যেন তুলেছেন লি কিকিয়াং। কেননা, লেন্সঘেঁষা রয়েছে তারই মুখখানা।
সত্যটা হলো- মুহূর্তটা ফ্রেমবন্দী করার সময় ফোনের স্ক্রিন ছুঁয়েছিলেন মোদি। কিন্তু মোবাইল ফোনটা তিনি এগিয়ে ধরেছিলেন কিকিয়াংয়ের কাছাকাছি। সেলফিটি একটি ‘কূটনৈতিক সেলফি’ হিসেবে ঠাঁই করে নিল বৈকি।
সূত্র ও ছবি : টুইটার।
মন্তব্য চালু নেই