এই প্রথম রোমানিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মুসলিম নারী!

তুর্কি বংশোদ্ভূত এক মুসলিম নারী হতে যাচ্ছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী। সেভিল শাইদেহ নামের এই মহিলা হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একইসাথে কোনো মুসলিমের এ ধরনের গুরুত্বপূর্ণ পদ গ্রহণ।

ইতোপূর্বে তিনি রোমানিয়ার আঞ্চলিক প্রশাসন ও গণপ্রশাসনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর রোমানিয়ার সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান লিভিউ ড্রাগনেয়া প্রধানমন্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করেছে। তবে তার নাম অবশ্য তেমনভাবে আলোচিত হচ্ছিল না।

৫২ বছর বয়স্কা শাইদেহ সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হলেও তিনি ১ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেননি। ২০১৫ সালে তিনি ছয় মাস তিনি আঞ্চলিক প্রশাসন ও গণপ্রশাসনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ করার আগে প্রেসিডেন্ট ক্লাউস লোহানিসের অন্যান্য দলের সাথে আলোচনা করবেন।
সূত্র : ডেইলি সাবাহ



মন্তব্য চালু নেই