উ. কোরিয়ায় যেতে পারছেন না জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের উত্তর কোরিয়া সফর বাতিল করেছে দেশটি। সফরের ঠিক একদিন আগে উত্তর কোরিয়া এ ঘোষণা দিল। খবর বিবিসির।
মুনের আগামী বৃহস্পতিবার কেসং ইকোনমিক জোন পরিদর্শনে যাওয়ার কথা ছিল। উত্তর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্সটি পরিচালনা করে থাকে।
জাতিসংঘ মহাসচিব বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। সেখানে একটি ফোরামে বুধবার তিনি বলেন, ‘এ ধরনের আচরণ খুবই দুঃখজনক। কী কারণে সফর বাতিল করা হলো এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি উত্তর কোরিয়া।’
গত ২০ বছরে জাতিসংঘের কোনো মহাসচিব উত্তর কোরিয়া সফর করেননি। বর্তমান মহাসচিব ও দক্ষিণ কোরীয় নাগরিক মুন বলেছিলেন, দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়নের আহ্বান জানাতেই তিনি দেশটিতে যাবেন।
ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুনের এই অবস্থানকে স্বাভাবিকভাবে নেয়নি উত্তর কোরিয়া।
১৯৫০ সালে কোরিয়া যুদ্ধ শেষ হলেও এখন পর্যন্ত উভয় দেশের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
মন্তব্য চালু নেই