উড়োজাহাজ বিধ্বস্তের ৫ দিন পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার মা ও শিশু

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পাঁচদিন পর তরুণী মা ও তার শিশু সন্তানকে জীবিত পাওয়া গেছে। কলম্বিয়ান বিমান বাহিনীর প্রধান এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন।

১৮ বছর বয়সী মারিয়া নেলি মুরিলো ও তার এক বছর বয়সী ছেলে সন্তানকে কলম্বিয়ার চোকো প্রদেশের একটি গভীর জঙ্গল থেকে বুধবার উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

ওই জঙ্গলের কাছেই তাদের ছোট সেসনা উড়োজাহাজটি গত শনিবার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলট নিহত হন। উদ্ধারকর্মীরা উড়োজাহাজটি খুঁজে পায় বৃহস্পতিবার এবং সেখানে ককপিটে পাইলটের মরদেহও পায় তারা।কিন্তু উড়োজাহাজে থাকা মা ও শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।

এ ঘটনা সম্পর্কে কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্নেল হেক্টর ক্যারাসকেল বলেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। এটা একদম জঙ্গল এলাকা। দুর্ঘটনাটি ছিল দুর্যোগময়।’

মিঃ হেক্টর বলেন, ‘মায়ের মানসিক শক্তিই শিশুটিকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।’

উদ্ধারের পর মা ও শিশুকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। কলম্বিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই নারী সামান্য আহত হয়েছেন। শিশুটিকে দেখে মনে হয়েছে তার তেমন কিছু হয়নি।



মন্তব্য চালু নেই