কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

উদয় মুখার্জীর বাবার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতাদের শোক

সাতক্ষীরার প্রথম সংবাদ পত্র ‘দৈনিক কাফেলা’র ম্যানেজার উদয় মুখার্জীর বাবার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছে।

কলারোয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উদয় মুখার্জীর সদ্য প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, হাসান মাসুদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান পল্টু, সাংবাদিক নেতা সহকারী অধ্যাপক এমএ কালাম, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্ল, শেখ মোসলেম আহম্মেদ, আনোয়ার হোসেন, প্রভাষক হাফিজুর রহমান, আব্দুর রহমান, মনিরুল ইসলাম মনি, আতাউর রহমান, মাসুদ রানা, তাওফিকুর রহমান সনজু, এমএ সাজেদ, নজরুল ইসলাম।

 

 

কলারোয়া সীমান্তে বাইসাইকেল উদ্ধার
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১০টি বাইসাইকেল (ক্যাপটেন) উদ্ধার করেছে। মাদরা বিজিবি সূত্র সাংবাদিকদের জানায়, শুক্রবার ভোরে মাদরা বিওপি’র হাবিলদার বাসারাত এর নেতৃত্বে একটি টহলদল উপজেলার ভাদিয়ালি কালিবাড়ি এলাকায় অবৈধ পথে ভারতীয় সাইকেল নিয়ে আসা চোরাকারবারিদের ধাওয়া করে। বিজিবি’র ধাওয়া খেয়ে তাদের কাছে থাকা ১০টি ভারতীয় বাইসাইেকেল ফেলে পালিয়ে যায়। পরে কালিবাড়ি মাঠের মধ্য থেকে সাইকেলগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত বাইসাইকেলের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। তবে এ ঘটনায় কোন চোরাকারবারি আটক হয়নি বলে জানা গেছে।

 

 

কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের গদখালী শামিম ছাত্রাবাসের পিছনে বাগানে ।

শামীম ছাত্রাবাসের মালিক উপজেলার গদখালী গ্রামের হাফিজুর রহমান জানান, শুক্রবার জুম্মার নামাজ চলাকালে ছাত্রাবাস সংলগ্ন এলাকায় একটি বিষ্ফোরণ ঘটে।

এ খবর জানতে পেরে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সন্ধ্যার পূর্বে ঘটনাস্থল থেকে ২টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কে বা কারা ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল ৩টি রেখে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করছে থানা পুলিশ। উদ্ধারকৃত ওই ককটেল দুটি থানার বালতিতে পানি দিয়ে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।



মন্তব্য চালু নেই