উত্তরপ্রদেশের জয়ের পরেই মোদীকে পাকিস্তানি ছাত্রীর হৃদয় ছুঁয়ে যাওয়া চিঠি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরপ্রদেশের নির্বাচনের জয়লাভের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি এল সুদুর পাকিস্তান থেকে। লিখল ১১ বছরের এক পাকিস্তানি ছাত্রী। আকিদাত নাভিদ নামের লাহোরের এক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিজের হাতে লেখা এই চিঠিতে আকিদাত ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘ডিয়ার মোদী’ সম্বোধন করে লিখেছে, ‘আমার বাবা একবার আমাকে বলেছিলেন হৃদয় জিতে নেওয়া একটি অসাধারণ কাজ। আপনিও হয়তো ভারতীয় জনগণের হৃদয় জিতে নিয়েছেন, তাই আপনি উত্তরপ্রদেশ নির্বাচন জিতেছেন।’ এরপরেই মোক্ষম বার্তা দিয়েছে আকিদাত। সে মোদীর উদ্দেশে বলেছে, ‘যদি আপনি আরও ভারতীয় ও পাকিস্তানি জনগণের হৃদয় জিততে চান, তাহলে বন্ধুত্ব ও শান্তির জন্য আপনার পদক্ষেপ করা উচিত।’

দু’দেশের পক্ষেই যে ভাল সম্পর্ক বজায় রাখা দরকার তা মনে করিয়ে দিয়েছে এই পাকিস্তানি ছাত্রী। সে আরও লিখেছে, ‘চলুন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আর বুলেট কিনব না, আমরা বই কিনব। আমরা আর বন্দুক কিনব না, আমরা ওষুধ কিনব।’ ‘আমাদের হাতেই রয়েছে আমাদের পছন্দ, হয় শান্তি অথবা সংঘাত।’ চিঠির শেষে আবারও মোদীকে শুভেচ্ছা জানিয়ে এই কথা মনে করিয়ে দিয়েছে আকিদাত।-এবেলা



মন্তব্য চালু নেই