“উজিরপুরে ৭ ইউনিয়নে আ’লীগের প্রার্থী বিজয়ী”
কল্যাণ কুমার চন্দ, বরিশাল: উজিরপুরে উপজেলার ৭ ইউনিয়নের প্রথম ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সাতলা ইউনিয়নের আ’লীগ সমর্থিত প্রার্থী আব্দুল খালেক আজাদ নৌকা প্রতিকে ১২ হাজার ৭শত ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধি প্রার্থী ধানের শীষ প্রতিকের মেজবাহ উদ্দিন আহম্মেদ পেয়েছে ২ শত ৬২ ভোট। হারতা ইউনিয়নে ডা: হরেন রায় নৌকা প্রতিকে ১০ হাজার ৩ শত ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদন্ধি হাতুরী প্রতিকের বিমল চন্দ্র করাতী পেয়েছেন ১ হাজার ১শত ১০ ভোট,তবে এ ইউনিয়নে জামবাড়ী কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। জল্লা ইউনিয়নে নৌকা প্রতিকের বিশ্বজিৎ হালদার নান্টু ৯ হাজার ৮শত ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি আ’লীগের বিদ্রহী প্রার্থী আনারস প্রতিকের উর্মিলা বাড়ৈ পেয়েছেন ২ হাজার ৬ শত ৯৩ ভোট। ওটরা ইউনিয়নে নৌকা প্রতিকের অধ্যক্ষ শাহাদাত হোসেন ১২ হাজার ৭ শত ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি ধানের শীষ প্রতিকের কামরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৬ শত ৫ জন। শোলক ইউনিয়নে নৌকা প্রতিকের কাজী হুমায়ুন কবির ৯ হাজার ৯শত ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি ধানের শীষ প্রতিকের মশিউর রহমান মনির পেয়েছেন ৩ হাজার ৭ শত ৩১ ভোট। বড়াকোঠা ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড: শহীদুল ইসলাম ১২ হাজার ১ শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি আ’লীগের বিদ্রহী প্রার্থী আনারস প্রতিকের শাহ-আলম হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৭ শত ৩১ ভোট। বামরাইল ইউনিয়নের নৌকা প্রতিকের মোঃ ইউসুফ হাওলাদার ১২ হাজার ৬ শত ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধি ধানের শীষ প্রতিকের আব্দুল মতিন সরদার নান্টু পেয়েছেন ১ হাজার ৮ শত ১১ ভোট।
মন্তব্য চালু নেই