উগান্ডায় নৌকাডুবিতে ফুটবলার ও ভক্তসহ ৩০ জনের মৃত্যু
উগান্ডায় ফুটবলার ও ভক্তদের বহনকারী নৌকা ডুবে কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার উগান্ডার বুলিসা জেলার ফুটবল দলটি বড়দিন উপলক্ষে হোইমা জেলায় খেলতে যাচ্ছিল। নেচে-গেয়ে আনন্দ উল্লাস করার এক পর্যায়ে বেশি সংখ্যক যাত্রী চলে যায় নৌকার একপাশে। এর ফলে ভারসাম্য হারিয়ে নৌকাটি লেক অ্যালবার্টে ডুবে যায়।
ফুটবলার এবং তাদের ভক্তসহ নৌকাটিতে ৪৫ জন যাত্রী ছিল। এদের বেশিরভাগই সাঁতার জানত না বলে জানিয়েছে ডেইলি সান। ফলে উগান্ডা উপকূল থেকে মাত্র ১শ’ মিটার দূরে নৌকাটি ডুবলেও বেশিরভাগ মানুষ হারিয়ে যায়।
উগান্ডার স্থানীয় পত্রিকা দ্য মনিটর জানিয়েছে, যাত্রা শুরু করার আগেই নৌকার কাণ্ডারিসহ অনেক যাত্রী মাতাল ছিল।
এ পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। বাকিদের সবাইও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
ত্রুটিপূর্ণ, পুরোনো নৌকায় অতিরিক্ত যাত্রীর পাশাপাশি মালামালও বহন করা হচ্ছিল।
এর আগে গত নভেম্বরে লেক অ্যালবার্টে নৌকfডুবিতে ১০ জনের মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই