উখিয়ায় বনভূমিতে নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়া রেঞ্জের আওতাধীন ওয়ালা বনবিটের জায়গা দখল করে নিমার্ণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে অবশেষে কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা আব্দুল আওয়াল সরকারের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে প্রায় ১৮/২০ জন বনকর্মী এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছে।

জানা গেছে, ওয়ালা মৌজার মহিলা কলেজের পার্শ্বস্থ আবু তৈয়বের ছেলে আব্দুর রহমান ড্রাইভার এ পাকা স্থাপনাটি নির্মাণ করছিল। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ ইব্রাহিম মিয়া জানান, অবৈধ ভাবে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তার বিরুদ্ধে বনমামলা রুজু করার প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই