উইকিলিকস : সৌদি আরবের ৬০ হাজারের বেশি তারবার্তা ফাঁস
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জুলিয়ান অ্যাসাঞ্জের ওয়েবসাইট ‘উইকিলিকস’। সৌদি আরবের ৬০ হাজারের বেশিও কূটনৈতিক তারবার্তা ফাঁস করে ফের আলোচনায় স্থান করে নেয়া উইকিলিসের।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত এবং দেশটির অন্যান্য মন্ত্রণালযের অনেক গোপন তথ্যও রয়েছে প্রতিষ্ঠানটির কাছে।
এদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার তিন বছর পূর্ণ হয়েছে শুক্রবার। ব্রিটিশ সরকার যেন যৌন অপরাধের মামলায় তাকে সুইডেনের কাছে হস্তান্তর না করে সেজন্য দূতাবাসটিতে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক তথ্য ফাঁস করা শুরু করে উইকিলিকস। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের লাখ লাখ গোপন তথ্য ফাঁস করেছে ওয়েবসাইটটি।
মন্তব্য চালু নেই