ঈদে বেতন-ভাতা না পেয়ে মালিকের ১৬ মাসের শিশুকে অপহরণ

ঈদে বেতন ভাতা না পেয়ে রাজধানীর একটি কারখানায় দুই শ্রমিক মালিকের ১৬ মাসের শিশুকে অপহরণ করে। অপহরণের একদিন পর অপহৃত ওই শিশু উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

গত মঙ্গলবার যাত্রাবাড়ী থেকে অপহরণকৃত শিশুসহ আটক করা হয় স্বপন (১৪) ও রমজান আলী (১৬) নামের দুই কিশোর কর্মীকে।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান, যোবায়ের নামে ১৬ মাসের ওই শিশুটিকে অপহরণ করা হয়। এরপর বুধবার সকালে র‌্যাব শিশুটিকে উদ্ধার করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বলেন, র‌্যাবের হাতে আটক দুইজন ১৬ বছরের শিশু যোবায়েরের বাবা মো. শামীমের মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করতো। তারা বেতন ভাতা না পেয়ে শিশুটিকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

র‌্যাবের কাছে শামীম অভিযোগ দিলে র‌্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই দুই কিশোরকে আটক করে।



মন্তব্য চালু নেই