ইয়েমেনে শোকানুষ্ঠানে বিমান হামলা, নিহত ১৪০

ইয়েমেনে শোকানুষ্ঠানে জড়ো হওয়া একটি বাড়িতে বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। শনিবার দেশটির রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাড়িটিতে হুথি সমর্থিত সরকারের নিয়োগ দেয়া প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট আবু আবদুল্লাহ সালেহের মিত্র গালাল আল-রওশনের বাবার মৃত্যুতে জড়ো হয়েছিলেন তারা। খবর বিবিসি, এএফপির।

হামলার জন্য হুথিদের পরিচালিত সরকার সৌদি আরবের নেতৃত্বে জোটকে দায়ী করলেও সৌদি আরব তা অস্বীকার করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা নাসের-আল আরগালি বলেছেন, সানার দক্ষিণাঞ্চলে একটি বাড়িতে শোক প্রকাশের জন্য জড়ো হওয়া শত শত মানুষের ওপর বিমান হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

নৃশংস এই হামলার নিন্দা জানিয়ে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী জেমি মডরিক বলেছেন, হামলার নৃশংসতা দেখে ত্রাণকর্মীরা শোকাহত হয়েছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি অবিলম্বে হামলার ঘটনা তদন্তের আহ্বান জানান।

হুথি বিদ্রোহী দমনে ২০১৪ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে হামলা করছে। এতে সহস্রাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে।



মন্তব্য চালু নেই