ইয়েমেনের হামলায় সৌদি বাহিনীর ক্ষয়ক্ষতি

সৌদি আরবের জিযান প্রদেশে ইয়েমেনের সেনাবাহিনীর আক্রমণে সৌদি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবের বহু সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ইয়েমেনের এই অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা করেছে জঙ্গি গোষ্ঠী ‘আনসারুল্লাহ’।
ইয়েমেনের সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই সাঁজোয়া ও সরঞ্জাম রেখে সৌদি সেনারা পালিয়ে যায়। এছাড়া, জিযান প্রদেশের আল-খুবে এলাকাতেও আরও একটি সেনা কনভয়ে সফল হামলা চালিয়েছে ইয়েমেনি সেনা। সেখানেও সৌদি বাহিনীর ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। এছাড়া জিযানে একটি অস্ত্রাগারেও হামলা হয়েছে। গত কয়েক দিনে ইয়েমেনের আনসারুল্লাহ হুথি আন্দোলনের প্রতি অনুগত বাহিনী সৌদি আরবের দু’টি সামরিক হেলিকপ্টার ধ্বংস করেছে।



মন্তব্য চালু নেই