ইসরায়েলি বিমান হামলায় গর্ভবতী মা ও শিশু নিহত

গাজায় ইসরায়েলী বিমান হামলায় ফিলিস্তিনের এক নারী ও তার তিন বছরের মেয়ে নিহত হয়েছে। নুর হাসান নামের ৩০ বছর বয়সী ওই নারী পাঁচ মাসের গর্ভবতী ছিলেন।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, পূর্ব গাজায় হামাসের একটি সামরিক প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়। এতে পার্শ্ববর্তী একটি ভবন ধ্বংস হলে নুর হাসান ও তার মেয়ে শাদ নিহত হয়।

রবিবার চালানো ওই হামলায় আরও তিন জন আহত হয়েছেন । ধ্বংসাবশেষের নিচে আর কেউ চাপা পড়েছে কিনা তা জানার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলে যে রকেট হামলা চালানো হয়েছে তার জবাবে ওই বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলী রকেট প্রতিরক্ষা সিস্টেম গাজা থেকে ছোঁড়া ওই রকেট আটকাতে সক্ষম হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবারও পৃথক দুটি ইসরায়েলী হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই