ইসরায়েলি নারী সেনার শরীরী নেশায় বুঁদ দুনিয়া!

ইজরায়েলি অস্ত্রশস্ত্রের খ্যাতি বিশ্বজুড়েই রয়েছে। কিন্তু অতি সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর নারী সদস্যদের নিয়ে যেন তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। না, শুধুই তাদের সামরিক দক্ষতার জন্য নয়, তাদের চোখ ঝলসানো স্বল্পবসনা ছবির জন্য।

একদিকে তাদের মেদহীন টানটান চেহারা, তার উপর হাতে মারণ আগ্নেয়াস্ত্র- দুইয়ের যুগলবন্দিতেই যেন মাতিয়ে রেখেছে ইসরায়েলি নারী সেনারা।

তাই, ইসরায়েলি সেনাবাহিনীর নারী সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনিতেই, ১৮ বছর বয়স হলেই ইসরায়েলি নাগরিকদের অন্তত দু’বছরের জন্য সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সেখানে তাদের ভারী অস্ত্রশস্ত্র চালানো শেখানো হয়। গেরিলা হামলার প্রশিক্ষণও দেওয়া হয়।

ডেইলি মেল জানিয়েছে, যে নারীদের ছবি ওই অ্যাকাউন্টে পোস্ট হয়েছে, তাদের অধিকাংশেরই বয়স ২০-র কোঠায়। ‘হট ইসরায়েলি আর্মি গার্লস’ নাম ওই অ্যাকাউন্টের ফলোয়ার্স প্রায় ৩৪ হাজার। রয়েছে ২০০০-এর ও বেশি নারীর আকর্ষণীয় ছবি।



মন্তব্য চালু নেই